Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ভাটেরা ইউনিয়ন পরিষদ
বিস্তারিত

প্রতিষ্ঠাকাল ঃ-

১৯৮৯ ইং ২রা মাচ সনে এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যামে বরমচাল ইউনিয়ন হইতে ভাগ হয়ে ভাটেরা ইউনিয়ন পরিষদ প্রতিষ্টিত হয়।

ইউনিয়ন পরিষদটি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় অবস্থিত । উপজেলা হইতে ২২ কিঃ মিঃ উত্তর পশ্চিমে হাকালুকি হাওরের পশ্চিম পাড়ে অবস্থিত। স্কুল কলেজ মাদ্রসা সহ বিভিন্ন প্রতিষ্টান সহ অনেক জ্ঞানী গুনির বসবাস এবং প্রাকৃতিক  সৌন্দর্যের অধিকারী । নদী নালা খাল বিল হাওর বনাঞ্চল  খনিজ সম্পদের ভরপুর । ১৫ টি মৌজা ২৫টি গ্রাম নিয়ে ইউনিয়ন প্রতিষ্টিত হয় । ১৯৯২ ইং সালে  ৩ কক্ষ বিশিষ্ট ১ তলা বিল্ডিং নির্মান করা হয় । ১৮/০২/১৯৯৩ ইং তারিখে ভাটেরা ইউনিয়নের কৃতি সন্তান মাননীয় বস্ত্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব এ এইচ মোপাজ্জল করিম শুভ উদ্ভধন করেন । পরবর্তিতে ২০০৩ সালে .৫৪শতক ভূমির উপর ইউনিয়ন কমপ্লেক্স নির্মিত হয়।