Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ভাটেরা

৩নং ভাটেরা ইউনিয়ন পরিষদ


প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হাকালুকি হাওরের  পশ্চিমাংশে অবস্থিত  মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাধীন ৩নং ভাটেরা  ইউনিয়ন। এ ইউনিয়নে যেমনি রয়েছে সমতল ভূমি তেমনি রয়েছে অসংখ্য উঁচু নিচু টিলা, চা বাগান, রাবার বাগান, হাওর-বাওর, খাল-বিল, নদী-নালা ইত্যাদি। প্রাকৃতিক সম্পদের ভরপুর ভাটেরা ইউনিয়ন। প্রাকৃতিক সম্পদের মধ্যে অন্যতম প্রাকৃতিক গ্যাস, চা, রাবার ইত্যাদি। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এলাকা হিসেবে খ্যাত ভাটেরা।


  • দায়িত্বরত চেয়ারম্যান – জনাব সৈয়দ এ কে এম নজরুল ইসলাম
  • আয়তন-৩১.৩২ (বর্গ কি. মি)
  • লোকসংখ্যা- ২২১০০ জন (প্রায়)
  • গ্রামের সংখ্যা- ২৬ টি 
  • গ্রামের তালিকা-
সিংহনাদ
খামাউড়া  
মেড়াভূই বেরকুড়ি 
জগতপুর শাহামীর
হোসেনপুর   কৃষ্ণপুর
ব্রহ্মটেকা তুলাপুর
খারপাড়া দেউলকাপন  
বড়গাঁও দক্ষিনভাগ
খাটগাঁও   ভবানীপুর
ইসলামনগর হরিপুর  
পুকুরিয়া কলিমাবাদ
নওয়াগাঁও করইতলা
রাধানগর ভাটেরা রাবার বাগান
মাইজগাঁও শরীফপুর


  • মৌজার সংখ্যা- ১৫ টি
  • হাট-বাজার সংখ্যা -১ টি
  • উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – ট্রেন/বাস/পিকআপ/সিএনজি/টেম্পু
  • শিক্ষার হার – ৬৫%। (২০১১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

১) সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,

২) বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০টি,     

৩) উচ্চ বিদ্যালয়ঃ ১টি,

৪) কলেজ - ১টি

৫) মাদ্রাসা- ৮টি।

  • গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৩ টি

  • ঐতিহাসিক/পর্যটন স্থান – ১ টি

  • ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৪ ইং

  • নব গঠিত পরিষদের বিবরণ-

১) শপথ গ্রহণের তারিখ – ১৭/০১/২০২২ইং

২) প্রথম সভার তারিখ – ২৩/০১/২০২২ ইং

৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১৭/০১/২০২৭ইং

  •  ইউনিয়ন পরিষদ জনবল –

 ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

 ২) ইউনিয়ন পরিষদ সচিব – ০১ জন।

 ৩) হিসাব সহকারী - ০১ জন

 ৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।

 ৫) উদ্যোক্তা- পুরুষ-০১ জন, মহিলা-০১ জন