৩নং ভাটেরা ইউনিয়ন পরিষদ
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হাকালুকি হাওরের পশ্চিমাংশে অবস্থিত মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাধীন ৩নং ভাটেরা ইউনিয়ন। এ ইউনিয়নে যেমনি রয়েছে সমতল ভূমি তেমনি রয়েছে অসংখ্য উঁচু নিচু টিলা, চা বাগান, রাবার বাগান, হাওর-বাওর, খাল-বিল, নদী-নালা ইত্যাদি। প্রাকৃতিক সম্পদের ভরপুর ভাটেরা ইউনিয়ন। প্রাকৃতিক সম্পদের মধ্যে অন্যতম প্রাকৃতিক গ্যাস, চা, রাবার ইত্যাদি। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এলাকা হিসেবে খ্যাত ভাটেরা।
সিংহনাদ
|
খামাউড়া |
মেড়াভূই | বেরকুড়ি |
জগতপুর | শাহামীর |
হোসেনপুর | কৃষ্ণপুর |
ব্রহ্মটেকা | তুলাপুর |
খারপাড়া | দেউলকাপন |
বড়গাঁও | দক্ষিনভাগ |
খাটগাঁও | ভবানীপুর |
ইসলামনগর | হরিপুর |
পুকুরিয়া | কলিমাবাদ |
নওয়াগাঁও | করইতলা |
রাধানগর | ভাটেরা রাবার বাগান |
মাইজগাঁও | শরীফপুর |
১) সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,
২) বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০টি,
৩) উচ্চ বিদ্যালয়ঃ ১টি,
৪) কলেজ - ১টি
৫) মাদ্রাসা- ৮টি।
গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৩ টি
ঐতিহাসিক/পর্যটন স্থান – ১ টি
ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৪ ইং
নব গঠিত পরিষদের বিবরণ-
১) শপথ গ্রহণের তারিখ – ১৭/০১/২০২২ইং
২) প্রথম সভার তারিখ – ২৩/০১/২০২২ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১৭/০১/২০২৭ইং
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ০১ জন।
৩) হিসাব সহকারী - ০১ জন
৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
৫) উদ্যোক্তা- পুরুষ-০১ জন, মহিলা-০১ জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস